মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বিসিবি ৫০ লাখ টাকা দিচ্ছে সাফজয়ী মেয়েদের জন্য

দেশ স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

বিসিবি ৫০ লাখ টাকা দিচ্ছে সাফজয়ী মেয়েদের জন্য

নেপালকে হারিয়ে ইতিহাস গড়ার পুরস্কার পাচ্ছেন মেয়েরা

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত ছাদখোলা বাস। প্রস্তুত দেশবাসীও। চারদিক থেকে যেমন প্রশংসার বন্যা বইছে, তেমনি পুরস্কারের ঘোষণাও আসতে শুরু করেছে নারী দলের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেমন সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিসিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’ 

বিসিবি সভাপতি নাজমুল হাসানের উদ্ধৃতিও দেওয়া হয়েছে বিবৃতিতে। নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘ ঐতিহাসিক অর্জন এবং দুর্দান্ত পারফরম্যান্সে গোটা জাতিকে গর্বিত করেছে নারী ফুটবল দল। তাদের চেষ্টার প্রতি সমর্থন ও প্রশংসা জানাতে আমি বিসিবির পক্ষ থেকে গোটা দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছি। কোনো সন্দেহ নেই সাফের এই সাফল্য দেশের নারী ও পুরুষ ক্রীড়াবিদদের নিজ নিজ খেলায় আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য এনে দেওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে।’

কাঠমান্ডুতে গত সোমবার দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন।

ঐতিহাসিক এই জয়ের পর থেকেই আনন্দের বন্যায় ভাসছে দেশ। মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত থাকবে ছাদখোলা বাস। সেই বাসে খেলোয়াড়দের নিয়ে আনন্দ-শোভাযাত্রার মাধ্যমে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে নিয়ে আসা হবে।

গতকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক সভায় কর্মসূচি ঠিক করা হয়। সেই কর্মসূচিতে অবশ্য বড় কোনো চমক নেই। ফুল দিয়ে বরণ, মিষ্টিমুখ—প্রচলিত এসবই থাকছে। বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবনে। ভবনে মেয়েদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বুধবার বেলা ১টা ৫০ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন