শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

লিজেন্ডের সেমিফাইনালে উঠার দিনে চিটাগাং মাস্টার্সের শ্বাসরুদ্ধকর জয়

ইস্পাহানি-মাস্টার্স টি-২০

ক্রীড়া প্রতিবেদক

২০ মে ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

লিজেন্ডের সেমিফাইনালে উঠার দিনে চিটাগাং মাস্টার্সের শ্বাসরুদ্ধকর জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট পেল লিজেন্ড ক্রিকেট ক্লাব। একই দিনে শ্বাসরুদ্ধকর জয়ে সেমির আশা বাঁচিয়ে রেখেছে পেয়েছে চিটাগাং মাস্টার্স।

শনিবার (২০ মে) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় লিজেন্ড ক্রিকেট ক্লাব ৫২ রানে অ্যামেচার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লিজেন্ড এর উদ্বোধনী ব্যাটার মাহফুজুল হকের অনবদ্য ৪৯ রানের সুবাদে ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে রানা ১৮, ইমদাদ ১৬*, নাজমুল ১৪, আসিফ ১০ রান করেন। 

অ্যামেচারের পক্ষে সলিম উল্লাহ ২৭ রানে ৪ উইকেট এবং শফিক ৩ উইকেট নেন।

জবাবে, অ্যামেচার ক্রিকেট ক্লাব ১৯.৩ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে রাজিব ১৮, আবুল খায়ের ১৭, আরশাদ ১৩ রান করেন। 

লিজেন্ডের হয়ে ইমতিয়াজ ৩টি এবং প্রনব, আসাদ ও ওমর প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

দিনের দ্বিতীয় খেলায় নাইন্টিজ উইলোকে ৩ উইকেটে হারায় চিটাগাং মাস্টার্স। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাইন্টিজ উইলো ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানের ফাইটিং স্কোর গড়ে। দলের হয়ে মাসুদ পারভেজ ৩৩, জিয়াউর রহমান ২৫, খুররম ২৫, মাসুম ২১ রান করেন। 

চিটাগাং মাস্টার্সের হয়ে নাঈম ৩টি এবং আজিম ২টি উইকেট নেন।

জবাবে, চিটাগাং মাস্টার্স ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় ছিনিয়ে নেয়। তাদের হয়ে আশফাক ৪১, শাবিব ৩৫, রিয়াদ ১২, রাইসুর ১২, কায়সার ১১ রান করেন। 

নাইন্টিজ উইলোর পক্ষে নিয়াজ ৩টি এবং পঙ্কজ ২টি উইকেট লাভ করেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন