রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

‘তামিম কাহিনি’ পেছনে ফেলে টাইগারদের আজ সিরিজে ফেরার পালা

ক্রীড়া প্রতিবেদক

০৮ জুলাই ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

‘তামিম কাহিনি’ পেছনে ফেলে টাইগারদের আজ সিরিজে ফেরার পালা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে অনাকাঙ্ক্ষিত হারের পর স্বভাবতই সবাই সেটির ‘পোস্টমর্টেম’ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের অবসর ঘোষণা, পরবর্তীতে একদিনের মাথায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্তের পরিবর্তন এসব ‘কাহিনি’ নিয়ে ব্যতিব্যস্ত ছিল ক্রিকেটাঙ্গন। কিন্তু সময় তো আর থেমে থাকে না। তাইতো, এসব ফেলে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আবারও মাঠে নামতে হচ্ছে টাইগার বাহিনীকে।

‘আমি এখানে ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি’-ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবালের অবসর বিষয়ক প্রশ্নে বিরক্ত হয়ে এক পর্যায়ে এভাবে প্রতিক্রিয়া দেখান লিটন দাস। তামিমের অবর্তমানে সহ-অধিনায়ক লিটনই এখন বাংলাদেশ দলের কাণ্ডারি। এক বাক্যে লিটন বুঝিয়ে দিয়েছেন অনেক হয়েছে, এবার খেলায় মনোযোগ দেওয়ার সময়। 

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হেরে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজে পিছিয়ে গেছে, এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই স্বাগতিক শিবিরের সামনে।

অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনের মনেও সিরিজে সমতা ফেরানোর দিকে, ‘আমরা কিন্তু এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি। আফগানিস্তান আমাদের চেয়ে একটা ম্যাচ এগিয়ে। আমাদের কাছে সবচেয়ে যে বিষয়টি হলো সিরিজটা কিভাবে জিততে পারি। সিরিজ জেতার থেকেও বড় জিনিস, ম্যাচটা কিভাবে ভালো খেলতে পারি। আমার মনে হয়, আমাদের টিমমেটরা সবাই একটা জিনিসের উপর ফোকাস করছে।’

এর আগে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে শতভাগ ফিট না এমন মন্তব্যের তামিমকে নিয়ে জলঘোলা শুরু। প্রথম ওয়ান্ডেতে বাংলাদেশ হেরে যায় ১৭ রানে। তামিম এদিন ১৩ রান করেন। রাতে ম্যাচ শেষে পরদিন দুপুরে ডাক দেন সংবাদ সম্মেলনের। ঘোষণা দেন অবসরের। আচমকা এমন অবসরে হতভম্ব হন সকলে। দেশের ক্রিকেটে দেখা যায় শঙ্কার কালো মেঘ।

রাতে বিসিবি জরুরি মিটিং ডেকে তামিমের সিদ্ধান্ত বদলানোর অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় বোর্ড। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে তামিমকে ডেকে সিদ্ধান্ত বদলানোর নির্দেশ দেন। তামিম সায় দেন। তবে সহসাই ফিরেছেন না ক্রিকেটে, দেড় মাস বিশ্রাম নিয়ে তামিম নিজে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক হিসেবে নাকি ক্রিকেটার হিসেবে ফিরবেন।

গত দুই দিন ধরে চলা মাঠের বাইরের এসব কাণ্ডে চাপা পড়ে যায় মাঠের খেলা। লিটন নেতৃত্বের ভার পেয়েই মাঠের বাইরের এসব ভুলে খেলায় ফিরতে মরিয়া। তামিম না থাকায় দলে এক পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে ফিরতে পারেন মোহাম্মদ নাঈম শেখ। তামিমের জায়গায় খেলবেন বলে তার উপর থাকবে ক্যামেরার সব ফোকাস। একটু খারাপ হলেই দাঁড়াতে হবে কাঠগড়ায়। অন্যদিকে তামিমের পরিবর্তে ডাক পাওয়া রনি তালুকদারকে করতে হতে পারে অপেক্ষা।

এছাড়া পেস আক্রমণে আসতে পারে পরিবর্তন। সিরিজের আগে অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন তামিম। অনুশীলনে বাংলাদেশকে দেখা গেছে চনমনে। পেশাদারিত্বের পূর্ণতা দেখিয়ে ক্রিকেটাররা চালিয়ে গেছেন নিজেদের প্রক্রিয়া। লিটনও আশ্বস্ত করেছেন, ‘তিনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে থাকবেন না... এটা যদি কোনো ভাবে ইনজুরি হতো, আমরা কিন্তু বিকল্প দলই খেলতাম। আমার মনে হয় না, (দলে) এরকম (পরিবেশে) কোনো কিছু বদল আসবে। একইভাবে থাকবে সবকিছু।’

অন্যদিকে সিরিজে আফগানিস্তান রয়েছে ফুরফুরে মেজাজে। গতকাল তারা পুরোদমে অনুশীলন চালিয়ে যায়। তাদের নজর এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চতের দিকে, ‘বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে খেলা সহজ নয়। কিন্তু আমরা প্রথম ম্যাচ জেতায় দলের আত্মবিশ্বাস এখন খুবই ভালো। ড্রেসিংরুমে সবাই সিরিজের পরের ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা যেন এখান থেকে সিরিজটা জিততে পারি, সে চেষ্টা করব।’


সর্বশেষ

উপরে নিয়ে চলুন