মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

মিক্সড ডাবলসের সেমিতে সানিয়া মির্জা

উইম্বলডন

স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই ২০২২, ০২:৪৫ অপরাহ্ন

মিক্সড ডাবলসের সেমিতে সানিয়া মির্জা

ক্যারিয়ারের শেষ উইম্বলডন খেলতে নেমেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি ও তাঁর সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিক। চতুর্থ বাছাই জুটিকে হারিয়েছেন তাঁরা।

ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫।

এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া। প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিপক্ষে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা।

সেমিফাইনালে সানিয়াদের প্রতিপক্ষ হবে সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটি।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন