শনিবার, ১২ অক্টোবর ২০২৪

মড়ার উপর খাঁড়ার ঘা, তামিমদের জরিমানা করল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

০৯ আগস্ট ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন

মড়ার উপর খাঁড়ার ঘা, তামিমদের জরিমানা করল আইসিসি

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম ওয়ানডে ৫ উইকেটে হারের পর রোববার দ্বিতীয় একদিনের ম্যাচটিও হেরেছে একই ব্যবধানে। সিরিজ হারের হতাশার সঙ্গে আইসিসির দেওয়া শাস্তিও পেতে হলো তামিম ইকবালদের।

রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি।

হারারেতে গত রোববার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

বাংলাদেশ অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

একই মাঠে বুধবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন