বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ক্রিকেট

দেশ স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৩, ০৫:০০ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মেয়েদের ক্রিকেট দল। ইতিহাসের প্রথম অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মেয়েরা করে ৫ উইকেটে ১৩০ রান। রানটা ১৩ বল  হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। 

বল হাতে সম্ভাবনা জাগালেন দিশা ও মারুফারা। আর ব্যাট হাতে জয়ের পথ সুগম করলেন দিলারা ও আফিয়ারা। আর তাতে বাংলাদেশ সাক্ষী হলো অবিস্মরণীয় ও ঐতিহাসিক এই জয়ের।

প্রতিপক্ষ শক্তিধর দেশ। তবে বাংলাদেশের শক্তির জায়গা তাদের অসীম সাহস আর হার না মানা দৃঢ় মনোবল। আর তাতেই ধরা দিল সাফল্য। 

শনিবার দক্ষিণ আফ্রিকার বেননিতে অবস্থিত উইলোমুর পার্কে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ইয়াং টাইগ্রেসরা। দিশা বিশ্বাসদের আঁটসাঁট বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে।

হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে অনায়াস জয় তুলে নিলো বাংলাদেশ। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন