শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

লা লিগায় বার্সার কাছে নাস্তানাবুদ রিয়াল

দেশ স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

লা লিগায় বার্সার কাছে নাস্তানাবুদ রিয়াল

রিয়াল মাদ্রিদের ঘর সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে রাতটা নাকি লম্বা হয়। গত বুধবার ইউরোপিয়ান রাতেও সবাই তা দেখেছে। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়ার পর ৫ গোল করেছে রিয়াল মাদ্রিদ। তারপর মাত্র কয়েক দিনের ব্যবধানে মুদ্রার অপর পিঠও দেখলো ফুটবল বিশ্ব। বার্সেলোনা বুঝিয়ে দিল, চাইলে বার্নাব্যুতেও ফুটবল খেলার নামে ছেলেখেলা করা সম্ভব।

প্রথমার্ধে পাতলেন অফসাইডের ফাঁদ। তাতে আটকে কিংবা লটকে জেরবার হলো রিয়ালের আক্রমণভাগ। বিরতি শেষে ম্যাচের ৫৬ মিনিটের পর থেকে রাতটা উল্টো রিয়ালের জন্যই লম্বা হতে শুরু করল! যেন শেষ বাঁশি বাজতে যত দেরি হবে, বিপদ তত বাড়বে! ৫৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৪ মিনিটের মধ্যে সেটাই ৪-০!

লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে এবারের আসরের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল হান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচের সবগুলো গোলই আসে বিরতির পর। অসাধারণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি পরপর দুই মিনিটে জাল খুঁজে নেন। এরপর ব্যবধান বাড়ান লামিন ইয়ামাল ও রাফিনিয়া।

এ হারে থামল লা লিগায় রিয়ালের টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা। শেষবার তারা এই প্রতিযোগিতায় হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে। স্পেনের শীর্ষ লিগে টানা ৪৩ ম্যাচ জেতার রেকর্ড বার্সেলোনা গড়েছিল ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন