শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়নের পথে উড়তে থাকা কল্লোলকে ‘মাটিতে নামাল’ লাকি স্টার ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নের পথে উড়তে থাকা কল্লোলকে ‘মাটিতে নামাল’ লাকি স্টার ক্লাব

দুর্দান্ত গতিতে শিরোপার পথে ছুটতে থাকা কল্লোল সংঘ ‘হার উপহার’ দিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব। চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগে তারা কল্লোলকে ৩-১ গোলে হারায়।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে প্রথম বিভাগ ফুটবলের ৮ম রাউন্ডে এসে এই প্রথম জয়ের মুখ দেখেছে লাকি স্টার। অবনমনের শংকায় থাকা ক্লাবটি এর আগে ৭ খেলায় মাত্র ৩ পয়েন্ট অর্জন করেছিল। গতকালের জয়ের ফলে তাদের পয়েন্ট এখন ৬। পয়েন্ট টেবিলে তাদের কাছাকাছি আছে কর্ণফুলী ক্লাব। তারা ৮ খেলায় ৭ পয়েন্ট পেয়েছে। আগামী ২৮ নভেম্বর প্রথম বিভাগ লিগে টিকে থাকার লড়াই হবে এ দু’দলের মধ্যে। 

অন্যদিকে, গতকালকের ম্যাচের আগে কল্লোল সংঘ ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে ছিল। কিন্তু লাকি স্টার ক্লাবের কাছে হেরে তারা পিছিয়ে গেছে। প্রথম খেলায় হার দিয়ে শুরু করার পর কল্লোল টানা ছয় খেলায় আর হার দেখেনি। এর মধ্যে তারা ৩টি খেলায় জয় পেয়েছিল এবং ৩টি খেলায় ড্র করেছিল। 

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত খেলায় ৩০ মিনিটে প্রথম গোল করেন ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবের শাহীন শেখ। ৪৫ মিনিটের মাথায় খেলায় সমতা আনেন কল্লোল সংঘের মো. রাশেদ। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে লাকী স্টারের আকাশ সরকার হেডে গোল করেন। লাকি স্টারের পক্ষে তৃতীয় গোলটি আসে তো আত্মঘাতি গোলের মাধ্যমে। কর্নার থেকে আসা বল কল্লোলের রেজাউল করিম নিজের গোলেই ঢুকিয়ে দিয়ে বিপক্ষ দলের জয় নিশ্চিত করেন। খেলায় ম্যাচ সেরা হন লাকি স্টারের আকাশ। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। 

গতকাল খেলা শেষে অনেকেই বলাবলি করছিলেন, যে দলটি লিগজুড়ে একটি ম্যাচেও জয় পায়নি তারা কীভাবে শিরোপা দৌড়ে থাকা একটি শক্তিশালী দলকে এভাবে বলে-কয়ে হারিয়ে দেয়!

আজকের খেলা
বেলা ২টা ৪৫ মিনিটে রাইজিং স্টার ক্লাব মোকাবেলা করবে বাকলিয়া একাদশের বিপক্ষে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন