বন্দরকে হারিয়ে আবারও জয়ের ধারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

ক্রীড়া প্রতিবেদক

০৫ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বন্দরকে হারিয়ে আবারও জয়ের ধারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত শুরুর পর সপ্তম রাউন্ডে এসে হোঁচট খায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অষ্টম রাউন্ডে এসেও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। পর পর দু'ম্যাচ হেরে শিরোপা রেসের রাস্তা বন্ধুর হয়ে যায় মুক্তিযোদ্ধার জন্য। তবে, নবম রাউন্ডে এসে আবারও জয়ের ধারায় ফিরলো তারা।

রোববার (৫ মে) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুক্তিযোদ্ধা ৩৩ রানে হারায় চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে। 

এই জয়ের ফলে ৯ খেলায় ৭ জয় ও ২ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ব্রাদার্স ইউনিয়ন। পয়েন্ট সমান হলেও মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জয় প্রাপ্তির কারণে ব্রাদার্স দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে বন্দর ক্রীড়া সমিতির সংগ্রহ ৯ খেলায় ৬ জয় ও ৩ পরাজয়ে ১৮ পয়েন্ট। তবে, ৯ম রাউন্ড শেষে আবাহনী লিমিটেড এককভাবে ২৪ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।

রোববার ভোরে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হওয়ায় কারণে নির্ধারিত ৫০ ওভারের স্থলে ম্যাচ অনুষ্ঠিত হয় ৩৬ ওভারে। 

সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩৬ ওভারে ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে মুক্তিযোদ্ধা। ব্যাট করতে নেমে ৪৭ রানে ১ম উইকেট হারানো মুক্তিযোদ্ধা ৫৫ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে রতন দাসের অপরাজিত ৪০ বলে ৫৮ ও জাওয়াদ মাহামুদের ৫৩ বলে ৫৫ রানের উপর ভর করে সম্মানজনক ২০২ রানের ফাইটিং স্কোর গড়ে মুক্তিযোদ্ধা সংসদ।

বন্দরের ইফাদ বিন ইদ্রিস জয় ৩টি, সাজিদুল আলম রিফাত ও মেহেদী হাসান ২টি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে জয়ের আশা জাগিয়েও সফলতার মুখ দেখেনি বন্দর। ২৯.৩ ওভারে ১৫৪ রানে ৫ম উইকেটের পতনের পর মুক্তিযোদ্ধার বোলারদের সামনে আর দাঁড়াতে পারেনি তারা। ফলে ৩২.৫ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সাব্বির হোসাইন সর্ব্বোচ ৬১ রান করেন। এছাড়া, সজিব মিয়া ৩৭ রানর করেন। 

মুক্তিযোদ্ধার মুরসালিন মুরাদ ৩টি, রতন দাশ ও সাহিদুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন