সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মাঠে গড়ালো সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট, কোয়ালিটির শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

০৩ মে ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

মাঠে গড়ালো সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট, কোয়ালিটির শুভ সূচনা

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করছেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ২য় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় কোয়ালিটি ব্লুজ ৮ উইকেটের বড় ব্যবধানে লিটল ব্রাদার্সকে হারিয়ে শুভ সূচনা করে।

মঙ্গলবার (২ মে) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

এতে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো: সোলাইমান। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর। 

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, মো. দিদারুল আলম, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জি. জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ্ চৌধুরী, সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
 
উদ্বোধনী খেলায় কোয়ালিটি ব্লুজ ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় লিটল ব্রাদার্সকে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২৬.২ ওভারে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় লিটল ব্রাদার্স। দলের পক্ষে ফাহাদ ৩০, আহনাফ ২২ ও হাসিব ২১ রান করেন। কোয়ালিটির পক্ষে নাঈম ২০ রানে নেন ৫ উইকেট। এছাড়া সাকিব ও ইমতিয়াজ নেন ২টি করে উইকেট। 

জবাবে, ১৮ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কোয়ালিটি ব্লুজ। তাদের দুই ওপেনার আজিজ ও জিসান অর্ধশতকের ইনিংস খেলেন। এর মধ্যে ৫২ রান করে আজিজ আউট হয়ে গেলেও ৫১ রানে অপরাজিত ছিলেন জিসান। 
 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন